সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে আলোচিত গৃহবধু সান্তনা রায় মিলি হত্যা মামলায় নিহতের ছেলে অর্ক রায় রাহুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৩ (আগষ্ট) শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন এবং সেইসাথে মামলায় গ্রেপ্তার অপর আসামি আমিনুল ইসলাম সোহাগকে হাজতে পাঠানো হয়।
মিলি হত্যা মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে মিলি চক্রবর্তীর ছেলে রাহুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয় এবং আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন সেই সাথে অপর আসামি সোহাগের বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।
উল্লখ্যে যে, গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) গ্রেপ্তার করা হয়।
Posted ৭:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.