ডেস্ক রিপোর্ট | রবিবার, ০১ আগস্ট ২০২১ | প্রিন্ট
শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
যাত্রীর চাপ বেশি থাকায় আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু যাত্রীদের ব্যাপক চাপ থাকায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম রোববার বলেন, ‘অনেক যাত্রী, সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।
Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.