জাহেদ হাসান, কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | প্রিন্ট
মুশলধারে বৃষ্টিপাতের কারণে কক্সবাজার জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে।ফলে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পানিবন্দী ওইসব এলাকায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ জুলাই (বুধবার)বিকেলে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান দলের পক্ষ থেকে চাল, ডাল, চিড়াসহ শুকনো খাবারগুলো ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতানের হাতে তুলে দেন।
মেয়র মুজিবুর রহমান মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়ে বলেন,
”মানুষের বিপদে আওয়ামী লীগ সবসময় পাশে থাকে। গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করেন তেমনি আমরাও বিপদে মানুষের কাছে সবসময় ছুটে যাই। কারন আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার।”
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
Desh24.news | Azad
.