ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট
ঈদের দিন সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখবে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে। আর ২১ জুলাই (বুধবার) ঈদুল আজহার প্রথমদিন সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।
করোনা সংক্রমণ কমাতে চলতি বছরের ২২ জুন যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখা হয়। তবে ঈদের কারণে কঠোর লকডাউন শিথিল করায় সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়। তবে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ-পরিচালক রেজাউল হক নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিগত বছরগুলোর মতো এবারও ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |