জাহেদ হাসান, কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি সহ ড্রেজার মেশিন করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সুত্রে পাওয়া,উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর সার্বিক সহযোগীতায় থাইংখালী বন বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন এর নেতৃত্বে ও বনপ্রহরী ও ভিলেজারদের সাথে নিয়ে পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ী আটক করা হয়।
অপরদিকে থাইংখালী বন বিট কর্মকর্তার নেতৃত্বে তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন আটক করা হয়।
গোপন সূত্রে জানা যায়, জব্দকৃত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকা থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন করে আসছিল।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনকারী সে যত বড় শক্তিশালী হওক কাউকে ছাড় দেয়া হবেনা, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাহাড় কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.