মঙ্গলবার ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রজম্মকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে–শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট  

নতুন প্রজম্মকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে–শামা ওবায়েদ

আজিজুর রহমান, ফরিদপুর প্রতিনিধি,

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন,নতুন প্রজন্মকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে । গত ১৫ বছরের প্রতিটা হত্যাকান্ডের বিচার করা হবে। তিনি আরো বলেন বিএনপির কোন নেতা কর্মী যদি অরাজকতা, বিশৃঙ্খলা, চাঁদাাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ।


সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহ সভাপতি আশরাফ আলী মুন্সী,সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ,নগরকান্দা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সানোয়ার হোসেন মিয়া, বিএনপি নেতা কাজী শোয়েবুর রহমান,রেজাউল আলম রিজু এস এম ইকরাম হোসেন লাবলু, গোলজার হোসেন শরীফ,মোঃ সাইফুর রহমান, ওমর আলী,যুবদল নেতা তৈয়াবুর রহমান,হেলালউদ্দীন হেলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান মিয়া,রুপনগর থানা যুবদল নেতা মোশারফ হোসেন খোকন,জাসাস নেতা জহিরুদ্দীন চোকদার,যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু,স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান মিরান,জামাল মাতুব্বর,খালিদ হোসেন,ওলামা দল নেতা মাওলানা শহীদুল ইসলাম,মাওলানা সাইফুর রহমান, মজিবর রহমান, ছাত্রদল নেতা আলী আকবর শরীফ আরমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরো বলেন,বিগত ১৭ বছরে আমাদের শত শত নেতা কর্মী কে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে। এক দফার আন্দোলনে শহীদ আবু সাঈদ,মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, যারা বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে একটা মুক্ত বাংলাদেশ দিয়ে গেছেন।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অবমাননা কারীদের দল থেকে বহিস্কার করা হবে। সুবিধাবাদী কোন লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে।

শান্তি সমাবেশ শুরুর আগে হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com