ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
সারাদেশে ষষ্ঠ দফায় উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ২৯শে মে (বুধবার)।
নির্বাচনে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীক ৩৯১৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত , তার নিকটতম প্রতিদ্বন্দ্ব আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ৩৭২৩০ ভোট। আব্দুস সালাম খাঁন মাইক প্রতীক ৩০৯০৩ পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান লিখন বৈদ্যুতিক বাল্ব প্রতীক ১২৮৫৯ ভোট পেয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আতিয়া ফেরদৌস কাকলী কলস প্রতীক ২৬৫২২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহজাবিন শিরিন পিয়া ফুটবল প্রতীক ২১৪৮৯ ভোট পেয়েছেন।
প্রাপ্ত ভোট অনুযায়ী বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের৮৪ কেন্দ্রের ৬০২টি বুথে মোট ভোট কাস্ট হয়েছে ৭৭ হাজার ৬৭৭। মোট ভোট ২ লক্ষ ৭৭ হাজার ৩৭১। কাস্ট হয়েছে ২৮ শতাংশ।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
Desh24.news | Azad
.