ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট
নিজস্ব সংবাদদাতা, ঘিওর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পরিষদ নির্বাচন আগামী ২১মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি (শালিক) প্রতীক নিয়ে বুধবার ঘিওর হাটের বিভিন্ন সাথে গনসংযোগ করেন। পরে মাইলাগী, বৈলট, বাটরাকান্দি, সিংজুরী ইউনিয়নের বৈকন্ঠপুর, আশাপুর , সোধঘাটা, বিল্লালাই, সিংজুরী বাজার , কাশেমপুরসহ ২৫ স্থানে পথসভা ও উঠান বৈঠন করেন। এ সময় তিনি এলাকার জনগনের কাছে শালিক প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আতোয়ার রহমান,সহ-সভাপতি আলী ইকবাল বাহার ভিপি শামীম, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম খান, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, মানিকগঞ্জ চেমার্স অপ কমার্সের পরিচালক আক্কাস আলী সরকার, প্রচার সম্পাদক মোঃ আনিসুল ইসলাম শহীদ, ও সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান রশীদ, ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সালাউদ্দীন সজল প্রমুখ।
Posted ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
Desh24.news | Azad