মোঃ মাসউদুর রহমান | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তিন ব্যাপী খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নাগরপুর উপজেলার কৃষি প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয় ও সহযোগিতায় নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলিত পুষ্টির উপর প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল, প্রাণী কর্মকর্তা মো. মাহাবুবুব আলম, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল আলম প্রমুখ। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এ প্রশিক্ষণের কার্যক্রম চলে। পরে শেষের দিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.
.