শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে খাদ্যবান্ধবের চাল কম প্রদান কার্ডধারীরা ডিলারের বিরুদ্ধে চড়াও হয়ে লাঞ্ছিত করেন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট  

পঞ্চগড়ে খাদ্যবান্ধবের চাল কম প্রদান কার্ডধারীরা ডিলারের বিরুদ্ধে চড়াও হয়ে লাঞ্ছিত করেন

পঞ্চগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ২ কেজি করে কার্ডধারীদের কম প্রদান করার অভিযোগে,শনিবার (৬ এপ্রিল) সকালে সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে ফিরত দিতে লিখিত দিলেন ডিলারশিপের প্রোপাইটর আশরাফুল ইসলাম।ওই ডিলার সাতমেরা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড খাদ্যবান্ধব কর্মসুচির।সদর উপজেলার ইসলামবাগ এলাকার মৃত হাকিম এর ছেলে।

এর আগে শুক্রবার হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল কার্ডধারীদের দেয়া হয়।


জনপ্রতি ২-৪ কেজি ওজনে কম দেয়ার বিষয়টি বুঝতে পারে কার্ডধারীরা ডিলারের বিরুদ্ধে চড়াও হয়ে লাঞ্ছিত করেন তাকে।

খাদ্যবান্ধব কর্মসুচির একাধিক কার্ডধারী জানান,খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২৬-২৮ কেজি। সরকারের দোকান থেকে কার্ডধারীরা ৩০ কেজি চালের মূল্য দিয়ে চাল নিতে হচ্ছে ২-৪ কেজি কমে।বস্তায় বঙ্গা ঢুকিয়ে ২-৪ কেজি চাল বের করে নিয়ে দেয়া হয়েছে বলে জানান তারা।

অভিযুক্ত ডিলার আশরাফুল ইসলাম জানান,যাদের কাছে চাল কম গেছে তাদেরকে চাল ফিরত দেয়া হবে।আর

খাদ্য অফিসও চাল কম দেয়নি আমরাও কম দেইনি।তবে দীর্ঘদিন খাদ্য অফিসে চাল পড়ে ছিল এজন্য শুরাপোকা ধরছে।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রবিউল ইসলাম রবি জানান,ডিলারের অনিয়মের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।১০০ জনের ২ কেজি করে চাল কম দিয়েছে আমি ডিলারের কাছে লিখিত নিয়েছি, চাল ফেরত দিবেন।

অনিয়ম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন জানান, অভিযোগের পরে বিতরন কার্যক্রম বন্ধ করা হয়েছে।শনিবার খাদ্য অফিসের লোকজনের উপস্থিতিতে চাল বিতরন করা হচ্ছে।উপজেলা খাদ্য বিভাগকে খোঁজ নিতে বলা হয়েছে।অনিয়মের সম্পৃক্তা থাকলে ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com