ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ জুলাই ২০২১ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহার দিনটি গণভবনেই কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী করোনার কারণে সাধারণ মানুষের সঙ্গে এবারও সরাসরি শুভেচ্ছা বিনিময় করতে পারছেন না তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। এই কোরবানির মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।
তিনি জানান, ঈদের এই দুই দিন বিশেষ করে গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যেকোনো মানুষ গণভবনে ঢুকতে পারে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে প্রধানমন্ত্রী জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা তার জন্য একটি বেদনার বিষয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও জানান, আজ সারা দিন গণভবনেই কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি অনেককেই খুদে বার্তা দেন এবং গ্রহণ করেন। আজ অন্যবারের মতো গণভবনের স্টাফ এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবারের মতো এ বছরও দুস্থ ও এতিমখানায় খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২১ জুলাই ২০২১
Desh24.news | Azad
.