ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ জুলাই ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আলমদী গ্রামের মৃত নাজিমুদ্দিন মোল্লার ছেলে ভিকটিম মোঃ মোকলেছ মোল্লা আলমদী গ্রামের আলমদী মোড়ে মুদি দোকান করিয়া জীবিকা নির্বাহ করে।
গত ১৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ ভিকটিম মোঃ মোকলেছ মোল্লা তার দোকানের মালামাল ক্রয় করার জন্য উক্ত দোকান হইতে ঝিটকা বাজারে অটো রিক্স যোগে যাওয়ার পথে হরিরামপুর থানাধীন গালা ইউনিয়নের আলমদী সাকিনস্থ জনৈক নোয়াব আলী মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে ট্রলি গাড়ীর ড্রাইভার আসামী ০১। মোঃ সালাউদ্দিন (২০), পিতা-টিপু মোল্লা, সাং-ঘোনী, ইউপি-গালা, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ একটি ট্রলি গাড়ী নিয়ে পিছনদিক থেকে বেপরোয়া দ্রুত গতিতে আসিয়া উক্ত অটো রিক্সার পিছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ভিকটিম মোঃ মোকলেছ মোল্লা উক্ত অটো রিক্সা হইতে পাকা রাস্তায় উপরে পড়িয়া মাজার উপরে পেটের ডান পাশ্বে ও বুকের ভিতরে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। উক্ত ট্রলি গাড়ীর ড্রাইভার বর্নিত আসামী গাড়ীটি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ভিকটিম এর ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া গিয়া ভিকটিমকে চিকিৎসার জন্য দ্রুত হরিরামপুর থানাধীন ঝিটকা আবির মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা ব্যবস্থা করে। পরবর্তীতে গত ১৬/০৭/২০২১ খ্রিঃ তারিখ ভিকটিম এর আঘাত স্থানে আরো বেশি ব্যাথা অনুভব করিলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মানিকগঞ্জ জয়নগর যোসেফ মেমোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরের দিন অর্থাৎ ১৭/০৭/২০২১ খ্রিঃ তারিখ পুনরায় একই জায়গায় প্রচন্ড ব্যাথা অনুভব করিলে দ্রুত ঘিওর মুন্নু হাসপাতালে নিয়ে গেলে উক্ত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিম মোঃ মোকছেল মোল্লা কে দেখিয়া উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার কথা বলিলে ভিকটিমকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে একই তারিখ অর্থাৎ ইং ১৭/০৭/২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিম এর স্ত্রীর বড় ভাই (ভিকটিম এর শ্যালক) হরিরামপুর থানায় আসিয়া ইং ১৮/০৭/২০২১ তারিখ এজাহার দায়ের করিলে হরিরামপুর থানার মামলা নং-০৫, তাং-১৮/০৭/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ রুজু করা হয়। মামলা রুজুর ২০ (বিষ) মিটিনের মধ্যে মানিকগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাঃ রেজাউল হক, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ মহোদ্বয়ের সার্বিক তত্ত্বাবধানে, হরিরামপুর থানার ন্যায় নিষ্ঠাবান অফিসার ইনচার্জ, জনাব সৈয়দ মিজানুর ইসলাম এর সার্বিক সহযোগীতায় হরিরামপুর থানার সাহসী চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ রোস্তম আলী, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করতঃ আসামী মোঃ সালাউদ্দিন (২০), কে গ্রেফতার করে এবং উল্লেখিত গাড়ী জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১
Desh24.news | Azad
.