ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, ফরিদপুর সহকারী পুলিশ সুপার সালথা – নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলু। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad