ডেস্ক রিপোর্ট | শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায়, ফরিদপুরের সালথা উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। শনিবার (১ই জানুয়ারি ) সকাল ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে বই বিতরন করা হয়।
উক্ত বই বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পর্ষদ সভাপতি মোছাঃ তাছলিমা আকতার।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের,উপজেলা পাট উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আনজুমান আরা বেগম।
এছাড়াও সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:১৬ অপরাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad