আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিদুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তুকে ধর্ম জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে দেশব্যাপী থানায় থানায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের সালথা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সালথা সদর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে বাইপাস সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে এ সময় রাখেন, সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক দাউদ মোল্লা, প্রচার সম্পাদক কারী শহিদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের মাধ্যমিক পর্যায়ে সঠিক শিক্ষানীতি প্রণয়ন ও রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ শেষে দেশের কল্যানে দোয়া ও মোনাজাত করেন।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad