ডেস্ক রিপোর্ট | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় রিসডা বাংলাদেশ দরিদ্র বেকার যুবকদের ইলেকট্রিক্যালসহ কয়েকটি বিষয়ে প্রশিক্ষন প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় কোর্স শেষে ইলেট্রিকেল প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ করেছেন প্রতিষ্ঠানটি। শনিবার (১১ মে) বেলা ১১টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রিসডা-বাংলাদেশ সালথা শাখা এর বাস্তবায়নে রিসডা-বাংলাদেশ সালথা কার্যালয়ের হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় মোট ১২জন প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল কাজের উপকরণ বিতরণ করা হয়।
জানা যায়, কারিগরি এই প্রতিষ্ঠানটি নিয়মিত পাঠদানের বাহিরে ৩ মাস মেয়াদে ১২জন দরিদ্র বেকার যুবকদের ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল কাজের উপকরণ দিয়ে সহয়তা করা হয়।
রিসডা বাংলাদেশ সালথা কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার শামীম সরদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক মো. ইদ্রিচ আলী মোল্লা। আরও উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সাগর ইসলাম প্রমূখ।
Posted ১২:৪১ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
Desh24.news | Azad
.