ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব ঢাকা ইস্ট যৌথ উদ্যোগে এবং সালথা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় মোট ১৬জন প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট সভাপতি ইদ্রিস আলী মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাজী শাহ্ আলম , ফরিদপুর টিটিসির সাবেক অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা জামাত ইসলামির নায়েবী আমির মো. আজিজুর রহমান প্রমুখ।
Posted ১:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
Desh24.news | Azad