সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | বুধবার, ২৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় ধান ক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৫ আগষ্ট (বুধবার) দুপুরে বৃষ্টিপাতের সময় আচমকা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা টাওয়ার পাড়া গ্রামের শুধ রামের ছেলে ঢেলুরাম (৪০)।
স্থানীয়রা জানায়, নিহত দিনমুজুর ঢেলুরাম অন্যের আমন ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিলেন দুপুরবেলা মুষলধারে বৃষ্টি শুরু হয় এসময় বজ্রপাতে ঢেলুরাম অসুস্থ হয়ে পড়েন।
পরে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ বজ্রপাতে দিনমুজুর ঢেলুরামের মৃত্যর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.