ডেস্ক রিপোর্ট | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে প্রবীণদের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ডক্টর প্রয়াত প্রফেসর ডাঃ মামুন উর রশিদ সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সেন্টার ফর এল্ডারলী সাপোর্ট ইনিশিয়েটিভস এর আয়োজনে ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, আঞ্জুমান মফিদুল ইসলাম রাজশাহী শাখা, ভেন্টেজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ এর সহযোগিতায় সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে হোসনীগন্জ মাদ্রাসা মাঠ সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিত করণে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টি করা সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সাথে প্রবীণদের স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের মঙ্গল কামনা করেন।
সেসির রাজশাহী চ্যাপ্টারের সভাপতি রোটারিয়ান মুহা. আঃ রব জোয়ার্দার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক সেসির উদ্যোক্তা ও ভেন্টিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সিইও জিয়া সিদ্দিকী। প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিভাগের স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রধান বক্তা ডা. হালিদা হানুম আকতার, প্রবীণ বিশেষজ্ঞ ও বিশিষ্ট কলাম লেখক হাসান আলী, ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেশার বিশেষজ্ঞ আলমগীর আলম, ইয়োগা প্রশিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাক্টর আশিষ আধিকারী। স্মরণীকা মোড়ক উন্মোচন প্রসঙ্গে কথা বলেন এবং মোড়ক উন্মোচন করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান ড. তসিকুল ইসলাম রাজা। স্বাগত বক্তব্য রাখেন সেসির চেয়ারম্যান ও রোটারিয়ান প্রদীপ মৃধা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেসির সাধারণ সম্পাদক ও শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান রোটারিয়ান আঃ মান্নান খান। তিনি সেসির কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে উপস্থাপন করেন। তিনি বলেন রাজশাহীতে সেসি ছয়টি ক্যাটাগরিতে কাজ করছে, এ্যাডভোকেসি, ওয়েলনেস, হেলথকেয়ার, লিগ্যাল এইডস, সাপোর্ট ও রিসার্চ। এই কার্যক্রমের আওতায় সিনিয়র সিটিজেন কর্নার হেল্প ডেস্ক, ইস্কান্দার এন্ডারলি কেয়ার সেন্টার, সামাজিক জরিপ, প্রজেক্ট বাসন্তী, মেডিকেল ক্যাম্প, নগদ ও খাদ্য সহায়তার মাধ্যমে নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের চিকিৎসা, স্বাস্থ্য, ওষুধ, খাদ্য, অর্থ, নিরাপদ পানিসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট আরিফ হোসেন বলেন প্রবীণদের স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুর রাজ্জাক. রোটারিয়ান ড. আমিনুল ইসলাম, রোটারিয়ান নাজমা রহমান, রোটারীয়ান অনু চৌধুরী, রোটারীয়ান ডাঃ মো. জহুরুল ইসলাম, রোটারীয়ান ডাঃ হারুনুর রশিদ, রোটারিয়ান মো. মোজাম্মেল হক, রোটারিয়ান মো. একরাম হোসেন, রোটারিয়ান মো. শামীম আহমেদসহ নবীন ও প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন রোটারি ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আরো উপস্থিত ছিলেন রোটার্যা ক্ট ক্লাবের সদস্যবৃন্দ, ডাক্তার, শিক্ষক ও এফপিপি এর রাজশাহী শাখার সদস্যবৃন্দ প্রমুখ।
Posted ৯:২১ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.