বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | প্রিন্ট  

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মুহা. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।


ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশালের রাহেলা বেগম (৬৫) ও জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আব্দুল হান্নান (৭০) এবং নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের আয়াতুন্নেসা (৯০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), গফরগাঁওয়ের কেরামত আলী (৭০), রোজিনা (৩০), নেত্রকোনার ফজর বানু (৬০), দুর্গাপুরের এপ্রিন (৩৫), শ্যামগঞ্জের কাজিম উদ্দিন (৭০), শেরপুরের নকলার হুজেরা (৬০), জামালপুরের আবু শামা (৭০) ও লাভলু (৬০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩২৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ জন।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৪০ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ সদরের ৩৩ জন, নান্দাইলের পাঁচজন, ঈশ্বরগঞ্জের দুজন, ফুলপুরের পাঁচজন, হালুয়াঘাটের তিনজন, ধোবাউড়ার সাতজন, মুক্তাগাছার ২৯ জন, ফুলবাড়িয়ায় দুজন, ত্রিশালের তিনজন, ভালুকার একজন ও গফরগাঁওয়ের দুজন রয়েছেন।

এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯ হাজার ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৩৬ জনের। সুস্থ হয়েছে ১৪ হাজার ৬৭৯ জন। বাকি চার হাজার ৭৪৩ জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

 

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com