ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার উভাজানি এলাকায় থেকে ঝিটকাগামী একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মানিকগঞ্জের ঝিটকা আঞ্চলিক সড়কে উভাজানি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো ছাই হয়ে যায় সিএনজিটির অধিকাংশ।
সিএনজি চালক উজ্জ্বল জানান, ‘ আমি মানিকগঞ্জ থেকে হরিরামপুরের ঝিটকা যাচ্ছিলাম, পথে পাঁচ- ছয়জন যাত্রীবেসে সিএনজি থামাতে বললে থামাই। সাথে সাথে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল বের করে আমার দিকে ছুড়ে মারে। আমি দৌড় দেই। পরে দৌড়ে ব্রিজের দিকে যাই। পেছনে তাকিয়ে দেখি ওরা আগুন ধরিয়ে দিয়েছে। আমি কাউকে চিনিনি।
সরজমিনে দেখা যায়, সিএনজির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সাথে স্থানীয়রাও সহযোগিতা করছেন। এসময় সড়কে অন্যান্য যানবাহন চালক ও যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন। এ ঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৬, ২জন আসামি আটক করা হয়েছে।এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.