জেলা প্রতিনিধি | রবিবার, ১৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম ও পৌর মেয়র রমজান আলীসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ছাড়াও ১৫ আগস্টে নিহতদের স্মরণে আলোচনাসভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল নিহতের ম্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর কর্মহীন অসহায়-দরিদ্র ৫ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।
Posted ১১:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |