
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
মোঃ মাসউদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৮ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও বাতিল হওয়া নিবন্ধন অবিলম্বে নিবন্ধন পূর্ণ বহালের দাবীতে মানিকগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বিশাল সমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তারা বলেন কেন্দ্রীয় নেতা এটি এম আজাহারুল ইসলামসহ জামায়াতের সকল বন্ধীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে দলের বাতিল হওয়া নিবন্ধনটি পূর্ণবহালের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবী জানিয়েছেন।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Desh24.news | Azad
.