ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
“শিক্ষা কোন সুযোগ নয় অধিকার এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে দেশের চলমান সংকটে কাগজসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে সংগঠনের জেলা সংসদের সভাপতি মো.রাসেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল সরকার এর সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করেন সংগঠনের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনে সম্পাদক মণ্ডলীর সদস্য সম্পা সরকার, গগন ঠাকুর, আসমা সিদ্দিকা মিলি প্রমুখ।
বক্তারা বলেন দেশ আজ গভীর সংকটে এর মধ্যে দেশের নির্ভরশীল নাগরিক ছাত্র সমাজ মহা বিপদে। সংবিধান একটা গণমূখী একই ধারা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যাবস্থা এবং ছাত্রদের জন্য সকল শিক্ষা উপকরণ খাদ্যে ও যাতায়াতে ভর্তুকির কথা থাকলেও এগুলো চরমভাবে উপেক্ষিত। আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলোর সমাধান চাই। নইলে সাধারণ ছাত্ররা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.