
মোঃ শফি আলম মানিকগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের অস্বচ্ছল, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে শিবালয়ের উথুলী এলাকায় ১৫০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদের বাস্তবায়নে প্রবাসী মোঃ ইলিয়াছ হোসাইন এর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, ছোলা, মুড়ি, সেমাই, তেল, আলু, পিঁয়াজ বিতরণ করা হয়।
যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি মো: শাকিল রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক আইয়ুব আল আনসারী, গন যোগাযোগ সম্পাদক মো: ইমরান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা আহবায়ক এডভোকেট আমিনুল ইসলাম, মো: মামুন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, রমজান মাসে অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.