
আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের ১৫ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে ঘিওর উপজেলা সদরে মরহুমের বাড়িতে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করেন পরিবার। এছাড়াও তাঁর জন্মস্থান ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামের বাড়িতে ও স্থানীয় মসজিদে বুধবার দুপুরে দোয়া মাহফিল, খাবার বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুম আব্দুল হাকিম মাস্টারের ছেলে মোঃ উজ্জল হোসেন রানা। ভাষাসৈনিক আব্দুল হাকিম মাস্টারের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা সভা করেন তার কর্মস্থল তেরশ্রী কে এন ইনস্টিটিউশন।
উল্লেখ্য, আবদুল হাকিম মাস্টার তেরশ্রী কেএন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ছাত্র জীবনে ’৫২-র ভাষা আন্দোলন, ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষক আন্দোলন ও কৃষক আন্দোলনে তার ভূমিকা রয়েছে অনেক। কমরেড আব্দুল হাকিম মাস্টার ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের তিন ছেলের মধ্যে তিনি ছিলেন মেজো সন্তান। শেষ জীবনে তিনি ঘিওর উপজেলায় বসবাস করেছেন। তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন মানিকগঞ্জের বিশিষ্টজনেরা।
Posted ৯:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.