ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী। এসময় এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহ্বান জানান তিনি।
মন্ত্রী শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ শনিবার নাশরা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডুবুরি দল নাশরার মরদেহ উদ্ধার করে। শিশুর চাচা শাহিদ হোসেন নাশরার মরদেহ শনাক্ত করেছেন।
এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারি কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকাটি উপরে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে, গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইছকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.