সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
জয়পুরহাটে বিআরটিএ, পাসপোর্ট ও ভূমি অফিসের দালাল চক্রের ৩ জনকে সাজা ও ১১ জন কে জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে বিআরটিএ পাসপোর্ট ও ভূমি অফিসে র্যাব সদস্যরা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়,জয়পুরহাট বিআরটিএ পাসপোর্ট ও ভূমি অফিসে সরকারি নিধার্রিত ফি- এর অতিরিক্ত টাকা নিয়ে ঐই অফিস গুলোর দালাল চক্ররা দীর্ঘ দিন থেকে সাধারণ মানুষের সাথে জিম্মি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিধানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বের হোসেন ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা থেকে ৫ শত টাকা ১১ জনকে জরিমানা প্রদান করেন।
৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, সদর উপজেলার তেঘর বিশা গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মোঃ বুলু মিয়া (৫০) কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মৃত ফকির উদ্দিন সরদারের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪০) সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের হাজি মোজাম্মেল হকের ছেলে মোঃ মামুনুর রশিদ (৪০) সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.