ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
অদ্য ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০০০ ঘটিকায় বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার) এনডিসি, পিএসসি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। সকাল ১১০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে অভিবাদন গ্রহণ করেন। এরপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বিজিবি’তে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদেরকে পদক প্রদান করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবি’র আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালক শ্রী পংকজ কুমার সিং, আইপিএস সহ ০৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক কুচকাওয়াজে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান ভাষণ প্রদান করেন। ভাষণ প্রদান শেষে মাননীয় প্রধানমন্ত্রী সদর দপ্তর বিজিবি, পিলখানায় নব নির্মিত ‘সীমান্ত সম্মেলন কেন্দ্র’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়া, ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন’ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.