ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ ১৫ আগস্ট। এ উপলক্ষে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।
এসময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সুশাসনের ফলেই দেশ আজ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির আওতায় আনা হয়েছে। তবে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার সময় তাৎক্ষণিক প্রতিরোধ কেন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল তাও ক্ষতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এ সময় যেসব কুশিলবরা বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যে কাজ করেছে তদন্ত কমিটি করে তাদের শাস্তির আওতায় আনতে হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
পরে বনানী বনানী কবরস্থানে ১৫ই আগস্টের অন্যান্য নিহতের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। করোনা মহামারির কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মানার এবং কম জনসমাগম করার আহ্বান জানিয়েছে দলটি।
Posted ২:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |