ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ওনউন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেনসির (জাইকা) অর্থায়নে এই প্রশিক্ষণ কমকশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফযাসিলিটেটর আখতার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশিল সমাজের ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
Posted ৭:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.