ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
রিয়াজ উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ইউপি সচিব রাজিউর রহমান,সাংবাদিক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফ ইসলামসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব,সাংবাদিক ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.