মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধু চুলা,জলবায়ু বান্ধব কৃষি ও জলবায়ু বান্ধব বৃক্ষরোপন প্রকল্প বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্বপতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর উদ্যোগে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাছ লাগানো এবং চুলা উদ্বোক্তা সহ এমন ২৮জন গ্রাহকদের মাঝে ভুর্তুকি হিসেবে মোট দুই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের এজিএম বুলমাজুন সরকার বুলবুল,দিনাজপুর জোনাল ম্যানেজার মো.শামিম বাবু,জেলা ম্যানেজার মো.নাজমুল হুদা প্রমুখ।
সভা শেষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর পক্ষ থেকে গাছ লাগানো এবং চুলা উদ্বোক্তা সহ ২৮জন গ্রাহকের মাঝে ভুর্তুকি হিসেবে মোট দুইলক্ষ টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
Posted ৬:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.