ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় :”প্রয়োজনে নিয়ে যান, বেশি থাকলে দিয়ে যান “এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে হত দরিদ্র ও গরিব মানুষদের মাঝে মানবিক দেয়ালের মাধ্যমে নাগরিক নামের সংগঠনটি বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।
ওই সংগঠনের সদস্যরা নিজেদের অর্থ দিয়ে শীত বস্ত্র কিনে তা দরিদ্র ও নিম্ন আয়ের লোকজনের মাঝে বিতরণ করে একটি মানবিক দেয়াল তৈরি করেছে। পঞ্চগড়ে এই প্রথম সারা বছর ধরে থাকবে এই স্থায়ী প্রজেক্টটি। অনেক সময় ধরে এই সংগঠনটি কাজ করছে।
শনিবার (১৫ জানুয়ারী ) বিকেলে শহরের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হ্যাংগারে রাখা শীত বস্ত্র দরিদ্র ও বঞ্চিত মানুষেরা নিয়ে যাচ্ছেন।
এসময় সংগঠনের সদস্য নিত্য, নাজমুল,নিশিতা, নীর,জিলভি, মৃদুল, বান্না,অভি,শান্ত, রিয়া ও সান উপস্থিত ছিলেন।
সংগঠন এর সদস্যরা জানান “সমাজের বিত্তবান মানুষেরা যদি এই সংগঠনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা শহরের প্রতিটি গ্রামে গিয়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের খুজে বের করে তাদের সাহায্য করতে পারবো।
দরিদ্র ও বঞ্চিত মানুষ নিজের মতো করে হ্যাংগারে টানানো শীতবস্ত্র নিতে পেরে তারা খুশি বলে জানান।
Posted ৬:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.