মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে, মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদফত। ২৮ আগস্ট শনিবার সকাল ১১টা সময় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে।
প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা,মোঃ শাহনেওয়াজ সিরাজ।পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোঃ সফিকুল আলম। সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে জেলার ৩ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
Posted ৩:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.