ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। এসময় নগদ ৩ লক্ষ টাকাসহ অফিস সহকারীকে আটক করা হয়।
দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক গোলাম জাকারিয়া জানান, বুধবার (২৬ জানুয়ারি) বেলা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নিকে নগদ ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকাসহ আটক করা হয়।
তবে সাব-রেজিষ্ট্রার অফিস সূত্র জানাযায়, বুধবার ৩১৬টি দলিল রেজিষ্ট্রি হয়েছে। রেজিষ্ট্রি হওয়া দলিলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর কাজে জমা ছিল। পরবর্তীতে জমা রশিদ কেটে টাকাগুলো সরকারী কোষাগারে বা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল।
এব্যাপারে উপ-পরিচালক গোলাম জাকারিয়া আরো জানিয়েছেন, দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটক অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নিকে দৌলতপুর থানার মাধ্যমে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.