ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মিন্টু মোল্লা,দৌলতপুর প্রতিনিধিঃ
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা শ্লোগানে মীনা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের দৌলতপুরে শনিবার (২৪ সেপ্টম্বর ) সকালে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আনন্দ র্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্পন মালাকার,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন,সহকারী শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান,মোঃ মাশহুদ করিম,প্রধান শিক্ষক মুহাম্মদ সাইফুর রহমান,আয়েশা সিদ্দিকা ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান বলেন- আজ ২৪ সেপ্টেম্বর মিনা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’। বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের অঙ্গীকার নিয়ে পালিত হয় দিবসটি।
মীনা একটি উচ্ছ্বল, প্রাণবন্ত ও সাহসী মেয়ের নাম। মীনা কার্টুন চরিত্রে মীনার বয়স নয় বছর। এই কার্টুনের আরও দুটি চরিত্রের নাম মিনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু। লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের গল্পগুলো তৈরি হয়। কার্টুনটির বিপুল জনপ্রিয়তা রয়েছে শিশুদের মধ্যে । শিক্ষার্থীদের মানসিক বিকাশে মিনা কার্টুনটির গুরুত্ব অপরিসীম।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.