শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের ছবি তুলতে প্রশাসনের বাধা!

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

দৌলতপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের ছবি তুলতে প্রশাসনের বাধা!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। বিজয় দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন উপজেলায়কর্মরত সাংবাদিকেরা।

আজ (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের সকালে উপজেলা চত্বর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান উপস্থিত সকল সাংবাদিকদের কে অনুষ্ঠানের ছবি তোলায় বাধাসহ প্যারেড গ্রাউন্ড ত্যাগ করতে বলেন।


 

এ সময় তিনি বলেন, এই অনুষ্ঠানের কোন ছবি আপনাদের তুলতে হবে না! প্রয়োজনে ছবি আমাদের কাছ থেকে নিয়ে নিবেন।

 

এ ঘটনায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পড়ে সকল সাংবাদিকেরা জোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

 

এ বিষয়ে দৌলতপুর উপজেলায় কর্মরত দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ শাহ আলম বলেন, বিজয় দিবসের সকালে উপজেলা চত্বরে বীর শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল সাড়ে নয়টার দিকে প্যারেড গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠান চলাকালীন মুহূর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান কর্মরত সকল সাংবাদিকদেরকে ছবি তুলতে বাধা দেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। এ সময় পেশাগত কাজে বাধা দেয়ায় ইমদাদুর রহমান এর সাথে কয়েকজন সাংবাদিকের কথা-কাটাকাটিও হয়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান দেখেও না দেখার ভান করে এড়িয়ে যান।

 

ঘটনার বিষয়ে ইত্তেফাকের দৌলতপুর উপজেলা প্রতিনিধি সালমান খান জানান, আমরা অনুষ্ঠান শুরুর সময় ছবি তুলতে ছিলাম ওই মুহূর্তে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান আমাদেরকে ছবি তুলতে নিষেধ করেন এবং একাধিকবার অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। তিনি আরো বলেন, আপনাদের ছবি প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নেবেন। তাৎক্ষণিক প্রতিবাদ করলে উনার সাথে বেশ কথা কাটাকাটি হয়।

 

এ ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান বলেন, আমি উপজেলা নির্বাহি কর্মকর্তার  নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিয়েছি এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেছি।

 

ঘটনার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা ইমরুল হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

Posted ৬:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com