ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৬ মার্চ ২০২২ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২৬ মার্চ) সকালে বর্তমান সংসদ আ.কা.মা সরওয়ার জাহান বাদশা ও সাবেক সংসদ রেজাউল হক চৌধরী’র সমর্থকদের মধ্যে ফুল দেওয়া নিয়ে উত্তেজনা বিরাজ করে। দু’টি পক্ষই সকালে একই সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে উপজেলা পরিষদের ভিতরে উপস্থিত হতে থাকে। উপজেলা পরিষদের মুল ফটোক দিয়ে প্রবেশ করার সময় দু’টি পক্ষের মধ্যে রাস্তা থেকে সরে যাওয়া কে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয় এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ধস্তাধস্তি ঠেকাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে দুু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এব্যাপারে দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান বলেন, ধস্তাধস্তির মত কোন ঘটনা ঘটেনি তারা নিজেরাই একটু ঠেলাঠেলি করেছে মাত্র। এতে কোন রকম সমস্যার সৃষ্টি হয়নি অনুষ্ঠানে বলে জানান তিনি।
Posted ৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ মার্চ ২০২২
Desh24.news | Azad
.