ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম বুশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউপি’র মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ী থেকে একটি সাইকেল চুরি হয়। ওই ঘটনার পরে চোর সন্দেহে বুশকে গতকাল বুধবার রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় গোলাম ড্রাইভারের পরিবারের লোকজনসহ এলাকাবাসী। পরে রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত কয়েক দফায় মারপিট করে বুশকে। মারপিটের কারনে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, এলাকায় একটি চুরি ঘটনাকে কেন্দ্র করে বুশকে মারধর করেছে গ্রামবাসী। সে নাকি চুরির কথা স্বীকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পাই বৃহস্তপতিবার সকালে মারা গেছে বলে জানান তিনি।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি হওয়া পরিবারের সদস্য’রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
Desh24.news | Azad