মঙ্গলবার ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে খাদ্যশস্য যথেষ্ট আছে, কোনো হাহাকার নেই-কৃষি মন্ত্রী

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ | প্রিন্ট  

দেশে খাদ্যশস্য যথেষ্ট আছে, কোনো হাহাকার নেই-কৃষি মন্ত্রী

দেশে খাদ্যশস্য যথেষ্ট আছে, কোনো হাহাকার নেই। আওয়ামী লীগ সরকারই কৃষক ও কৃষি বান্ধব সরকার। বাংলাদেশের ইতিহাসে কৃষিতে যত উন্নয়ন হয়েছে তা এই সরকারের আমলে হয়েছে।

 


বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরি এলাকায় ব্রি ধান ৯২ জাতের বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

এসময় কৃষি মন্ত্রী বলেন, বিএনপির ফখরুল ইসলাম প্রতিদিন টেলিভিশনের সামনে মিথ্যাচার করছেন। তার বক্তব্য- বাংলাদেশ ডুবে গেল, বাংলাদেশের মানুষ না খেয়ে মরল। অথচ ২০০৩-০৬ সালে বিএনপি ক্ষমতায় ছিল। সে সময় প্রতি বছর শত-শত মানুষ আশ্বিন-কার্তিক মাসে মঙ্গার কারণে না খেয়ে মারা গেছে। এই ১৩ বছরে শেখ হাসিনা সরকারের আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে এই তথ্য যদি কোনো সাংবাদিক দেখাতে পারে, তাহলে মন্ত্রীত্ব ছেড়ে দেব।

 

ব্রি ধান ৯২ জাতের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই ধানের চাল চিকন। এ যাবত কালের সবচেয়ে বেশি উৎপাদনশীন ৯২ জাতের ধান। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি শতকে কমপক্ষে এক মণ ধান পাওয়া যায়।  দেশের উন্নয়নে শিল্প কারখানা হতে হবে, তবে তা কৃষি জমি নষ্ট করে নয়। আমরা প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছি।

 

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক মোঃ বেনজীর আলম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা  শেখ বিপুল হোসেন, বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com