আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকান উচ্ছেদ করে ছাউনিটি যাত্রীদের ব্যবহার উপযোগী করা হয়েছে। একই সঙ্গে যাত্রী ছাউনী দখল করে ভেতর ও সামনে ভাড়ায় চালিত যানবাহন ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন ও ঘিওর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ঘিওর বাসষ্ট্যান্ড এলাকায় ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমানের নেতৃত্বে এস.আই রাসেল খান অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা ভ্রাম্যমান দোকানপাট সরিয়ে দেয়া হয়। এসময় যাত্রী ছাউনীর ভেতরে জেলা পরিষদ থেকে ভাড়া নেয়া ব্যবসায়ীদের যাত্রী বসার স্থানে মালামাল না রাখার নির্দেশ দেয়া হয়।
ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, যাত্রী ছাউনি দখল করে গড়ে তোলা ফল, চায়ের দোকানসহ ভাড়ায় চালিত যানবাহন রাখা হতো। এছাড়াও অন্যান্য দোকানের মালামাল রাখা হতো যাত্রীদের বসার স্থানে। এসব উচ্ছেদ করা হয়েছে। যাত্রী সাধারন এখন নিবিঘ্নে ব্যবহার করতে পারবেন যাত্রী ছাউনী।
এর আগে “ব্যবসায়ীদের দখলে, কাজে আসছে না যাত্রী ছাউনী শিরোনামে” যাত্রী ছাউনি দখলের বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
Posted ১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
Desh24.news | Azad
.
.