শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন নিয়ে গড়িমসি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন নিয়ে গড়িমসি

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সুগার মিলস্  শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন না দিয়ে  গড়িমসির অভিযোগ উঠেছে মেয়াদ উর্ত্তীন কমিটির বিরুদ্ধে।তবে সংগঠনের সদস্যরা গঠনতন্ত্র মেনে অবিলম্বে নির্বাচনের জোর দাবি জানান।


 

সংগঠনের সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ এপ্রিল কমিটির মেয়াদ শেষ হয়। এ অবস্থায় মেয়াদ উত্তীর্ণের বিষয়টি দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন ও উপ পরিচালক আবুল বাশারের নজরে আনা হলে তিনি গত ২৬ অক্টোবর কমিটির সভাপতি-সম্পাদক বরাবর একটি পত্র প্রেরন করেন। পত্রে উল্লেখ করা হয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বচানের আয়োজন করা হয়নি, ২০১৯-২০ সালের বার্ষিক আয়-ব্যয় বিবরনী ওই দপ্তরে দাখিল করা হয়নি।

 

বর্তমানে ইউনিয়নটি মেয়াদ উত্তীর্ণ ও অনির্বাচিত কমিটি দ্বারা পরিচালিত করা হচ্ছে বিধায় বাংলাদেশ শ্রম আইন ও অত্র সংগঠনের গঠনতন্ত্রের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে বলে সংগঠনের অভিযোগ কারী নেতা বলছেন। ওই ৭ দিনের মধ্যে সাধারণ সভা, নির্বাচন অনুষ্ঠান ও আয়-ব্যয় হিসাব প্রস্তুত করে দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক বরাবর জানাতে বলা হলেও অদ্যবাধি তা করা হয়নি।

 

পরক্ষনে প্রথমের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি-সম্পাদক ৭ দিন বাড়িয়ে ১৫ দিনের মধ্যে নির্বাচনের যাবতীয় আনুষ্ঠানিকতা করতে চাইলেও বর্তমানে তারা এ মুহুর্তে নির্বাচন করলে সমস্যা হবে তা জানিয়ে পত্রের মাধ্যমে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন। এ অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে চরম ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে সংগঠনের সদস্যদের মধ্যে।

 

কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, মাসুদ হোসেন, আজিজুর রহমানসহ বেশকয়েক জন সদস্য জানান, আমরা মেয়াদ উত্তীর্ন এই কমিটির যাবতীয় কার্যক্রম আইন ও গঠনতন্ত্র বহির্ভুত বলে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।

 

সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর আলম সরকার নবাব বলেন, মেয়াদ উত্তীর্ণ কমিটিকে সংগঠন সুষ্ঠ ভাবে পরিচালিত হতে পারে না। সভাপতি ও সাধারণ সম্পাদক কেন নির্বাচন দিতে গড়িমসি করছে তা বুঝতে পারছি না।

 

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় আমি গত ১৮ অক্টোবর দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক বরাবর লিখিতভাবে অভিযোগ করলে ২৮ অক্টোবর আমাকে, মেয়াদ উত্তীর্ন কমিটির সভাপতি-সম্পাদক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিনাজপুরে হাজির হতে বলা হয়। সেখানে সকলে হাজির হলে মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি-সম্পাদক নির্বাচন দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। বিগত বছরে কমিটির মেয়াদ শেষ হওয়ার মাস খানিক পার না হতেই দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক আবুল বাশার তার নির্দেশনায় ১৭ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বাধ্য করান।

 

অথচ এ বছর কমিটির মেয়াদ উত্তীর্ণের সাড়ে ৭ মাস পেরিয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠানের জন্য কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন না করায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

মেয়াদ উত্তীর্ন কমিটির সভাপতি উজ্জল হোসেন বলেন, করোনা মহামারি জন্য আমাদের কমিটির সঠিক ভাবে কার্য পরিচালনা করতে পারেনি। আমরা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহন করছি। ৪৫ দিনের মধ্যে যেহেতেু নির্বাচন দেওয়ার জন্য একটি পরিপত্র জারি করছে সেহেতু নির্বাচনী প্রস্তুত করতে আমরা বাধ্য।

 

দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন ও উপ পরিচালক আবুল বাশার মুঠো ফোনে জানান, ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচন দিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও বলা হয়েছে পরিপত্রে।

 

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন জানান, চলতি মাসেই মিলে আখ মাড়াই চালু হতে। এই মুহূর্তে নির্বাচন হলে মিলের অনেক বড় ক্ষতি হতে পারে। তবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যদি কেউ নির্বাচন করে সেখানের মিলের কোন হস্তক্ষেপ থাকবে না বলে মনে করি।

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com