ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২.১ মিনিট থেকেই জেলা প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, বিএনপি , জাতীয় পাটি, সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।
এ সময় জেলা দায়রা জজ মামুনুর রশিদের নেতৃত্বে বিচার বিভাগ , জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা আ’লীগের সভাপতি মুহম্মদ সাদেক কুরাইশীর নেতৃত্বে জেলা আ’লীগ, জেলা জাপার সাধারণ সম্পাদক রাজিউর রেজা স্বপন চৌধুরীর নেতৃত্বে জাতীয় পার্টি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সোমবার সকাল থেকেই বিভিন্ন সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরীর মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad
.