সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে আলোচিত গৃহবধু সান্তনা রায় অরফে মিলি হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিআইডি
উক্ত মামলায় আটককৃতরা হলেন, নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০)।
সিআইডির মামলা তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে।
এসময় তিনি বলেন, শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে গ্রেপ্তারের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তার ছেলে অর্ক রায় রাহুল কে।
উল্লেখ্য যে , গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে এবং ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
Posted ১১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.