ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী ঘিওর দূর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ -২০২৩ আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ক্রিকেট বোর্ডের পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, জেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, ও সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির সংসদ সদস্য এ, এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে।তার ধারাবাহিকতায় ঘিওর দূর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় এ সাফল্য অর্জন করেছে। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকলের প্রতি অভিনন্দন জানান। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আবু আল জিন্নাহ ঠান্ডু।
এর আগে তিনি ঘিওর ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রয়াত অধ্যক্ষ আবু মোঃ সায়েদুর রহমান স্মৃতি নক-আউট ভলিবল, কেরাম, দাবা ও ক্রিকেট খেলার উদ্ধোধন করেন।
এবং পরে সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন।
Posted ৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.