মোঃ শরিফুল ইসলাম | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ০৯ জানুয়ারি, এসআই আসলাম খান ডিউটি করাকালীন সময়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘিওর থানার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা গ্রামে ইনডেক্স সেলস সেন্টার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী তুষার খান (তরুণ) (৪২), পিতা-মৃত রশিদ খান, মাতা-সাজেদা খাতুন , গ্রাম- জাবরা উপজেলা ঘিওর, জেলা -মানিকগঞ্জ, এর নিকট হতে ১০ (দশ) পুড়িয়া নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন, যাহার ওজন ০১ (এক) গ্রাম, মূল্য অনুমান ১০,০০০/- টাকা, ও মো: তারিফ খান (৩৩), পিতা-মোঃ শুকুর আলী খান., মাতা-খন্দকার আশোরা বেগম,স্থায়ী: গ্রাম-জাবরা খান পাড়া, পোষ্ট:- তরা , উপজেলা/থানা- ঘিওর, জেলা -মানিকগঞ্জ, এর নিকট হইতে ১৫ (পনের) পুড়িয়া নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন। যাহার ওজন ১.৫ গ্রাম,মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, সর্বমোট ২৫ (পচিঁশ) পুড়িয়া হেরোইন, যাহার ওজন- (দুই দশমিক পাঁচ) গ্রাম, মূল্য ২৫,০০০/- (পচিঁশ হাজার) টাকা উদ্ধার করে পুলিশ।
১০/০১/২০২৩ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
ওসি মোঃ আমিনুর রহমান বলেন, ‘আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে সোমবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের মঙ্গলবার (১০জানুয়ারি ) মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সনীতি এবং অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.