রামপ্রসাদ সরকার দীপু, | শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার সকালে জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে নাগরিকের অধিকার ও স্বাস্থ্য সেবার মান উন্নোয়নেকল্পে স্বাস্থ্য অধিকার ফোরাম ও বারসিকের উদ্যোগে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ঘিওর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ দীপক কুমার ঘোষ, ঘিওর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, মুক্তিযোদ্ধা মনসুর উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়, ঘিওর প্রেসক্লাবের সাধারন সস্পাদক রামপ্রসাদ সরকার দীপু, ঘিওর ৪৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগম, সাবেক প্রধান শিক্ষক দোলা রায় ও কবি মোঃ দেলোয়ার রহমান খান প্রমুখ।
Posted ৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩
Desh24.news | Azad
.