ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অধ্যাপক অজয় কুমার রায়, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু ,সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান,সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ প্রমুখ ।
আলোচনা সভা শেষে ২জন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বর জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
Desh24.news | Azad
.