
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, ঘিওর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, ঘিওর ডি, পাইলট উচ্চ বিদ্যালয়, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ঘিওর সরকারি কলেজসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। পরে ঘিওর ডি,পাইলট উচ্চ বিদ্যালয়,মাঠে শিক্ষার্থীদের শাররীক কসরত কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ্থমি) নূরজাহান আক্তার সাথী, ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আনিসুর রহমান, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মেহবাহ উদ্দিন, জামায়েত ইসলামীর আমির মাওলানা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম ও ঘিওর ডি,এন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার প্রমুখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
Desh24.news | Azad
.